
মোঃশামছুল আলমঃ

বাংলাদেশ প্রেস কাউন্সিলে সচিব হিসেবে যোগদান করেছেন অবসর প্রস্তুতি ছুটি ভোগরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার। তিনি গত ১৭ জুলাই, ২০২৩ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১১ জুলাই তাঁর এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। জনাব শ্যামল চন্দ্র কর্মকার বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম ব্যাচের কর্মকর্তা এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের যোগদানের পূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলে তিনি ইত:পূর্বে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি

খবরটি পড়েছেনঃ ১৭৪